রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩

শোবিজ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে [টিএসসি] শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’। শুক্রবার সকালে সত্যজিৎ রায়ের ছবি ‘জন অরণ্য’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর রয়েছে মালেক আফসারীর  ‘এই ঘর এই সংসার’, আজিজুর রহমানের ‘ছুটির ঘণ্টা’ ও কৌশিক গাঙ্গুলীর ‘সিনেমাওয়ালা’ ছবিগুলো।

উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র দেখানো হবে। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ও আজীবন সম্মাননা।

উৎসবের শেষ দিন বিকাল সাড়ে ৪টায় হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেদিন বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরুকে। তা ছাড়া ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে দেওয়া হবে ‘হীরালাল সেন পদক’। প্রতিদিন চারটি করে ছবি দেখানো হবে সকাল ১০টা, বেলা দেড়টা, বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায়। ৩০ টাকার দর্শনীর বিনিময়ে চলচ্চিত্রগুলো যে কেউ দেখতে পারবেন।

সর্বশেষ খবর