রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

শোবিজ প্রতিবেদক

ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

পাঁচফোড়নের একটি দৃশ্যে ডলি সায়ন্তনী

ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। পাঁচফোড়নে কখনো নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পী এর নাটকীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। ভিন্নধর্মী এই অনুষ্ঠানে দর্শকরা দুটি অনুষ্ঠানের স্বাদ পান— নাটক এবং ম্যাগাজিন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আবদুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন পলাশ। ঢাকা ও ঢাকার আশপাশে গানটির চিত্রায়ণ করা হয়েছে। আর একটি গান গেয়েছেন ডলি সায়ন্তনী। রয়েছে রংপুরের ‘চাকা’ দলের পরিবেশনায় ভালোবাসার গানের সঙ্গে চমৎকার একটি নৃত্য। ভালোবাসার মানুষের খোঁজে যুক্তরাষ্ট্রের অরিয়েন্ট শহর থেকে এলিজাবেথ এসলিক নামক এক তরুণীর ঝিনাইদহের মিঠুন বিশ্বাসের কাছে ছুটে আসা এবং তাদের ঘর বাঁধার ওপর একটি প্রতিবেদন এবং ওবাইদুর ও শারীরিক প্রতিবন্ধী মহুয়া আক্তার মুক্তার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভালোবাসার সংসার গড়ার ওপর রয়েছে আর একটি ব্যতিক্রমী ভালোবাসার প্রতিবেদন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে।                                                       

সর্বশেষ খবর