বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইতিহাসে অ্যাডেলে

শোবিজ ডেস্ক

ইতিহাসে  অ্যাডেলে

 গ্র্যামির ৫৯তম আসরে চমক দিয়ে ইতিহাসে নিজের স্থান করে নিলেন সংগীত তারকা অ্যাডেলে। বিশ্বের নামি-দামি সব পপ তারকাকে পেছনে ফেলে তার নতুন অ্যালবাম ‘টোয়েন্টিফাইভ’-এর জন্য পাঁচটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি। মর্যাদাপূর্ণ এই আসরে ‘হ্যালো’ জিতল বছরের সেরা গান এবং রেকর্ডের শিরোপা। বছরের সেরা অ্যালবাম হলো ‘২৫’। সেরা পপ সোলো পারফরম্যান্স এবং সেরা পপ ভোকাল অ্যালবাম বিভাগেও এই সংগীত তারকাই সেরা হিসেবে মনোনীত হন। তবে, তিনি এবারের আসরে মার্কিন গায়িকা বিয়ন্সেকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই আসরে নয়টি মনোনয়ন পেয়েছিলেন বেয়ন্স। জিতে নিয়েছেন ‘লেমনেড’ অ্যালবামের জন্য বেস্ট মিউজিক ভিডিও ও বেস্ট কনটেমপোরারি অ্যালবামের খেতাব। আসরের বর্ষসেরা অ্যালবাম, সেরা পপ অ্যালবাম, সেরা একক পপ পরিবেশনা, বর্ষসেরা রেকর্ড এবং বর্ষসেরা গানের পুরস্কার জিতে রীতিমতো নিজের মজবুত অবস্থানের জানান দেন এই গায়ক। এ ছাড়াও গ্র্যামি বিজয়ীদের তালিকায় আরও রয়েছে— পপ দ্বৈত ও দলীয় পারফর্ম্যান্স ‘স্ট্রেসড আউট’ [টোয়েন্টি ওয়ান পাইলট], কান্ট্রি সলো পারফর্ম্যান্স ‘মাই চার্চ’ [মেরিন মোরিস],  কান্ট্রি অ্যালবাম ‘অ্যা সোলাস’স গাউড টু আর্থ’ [স্টারগিল সিম্পসন], র‌্যাপ অ্যালবাম ‘কালারিং বুক’ [চান্স দ্য র‌্যাপার], রক পারফর্ম্যান্স ‘নো প্রবলেম’ [চান্স দ্য র‌্যাপার], রক অ্যালবাম ‘টেল মি আই অ্যাম প্রিটি’ [কেজ দ্য এলিফেন্ট], মিউজিক ভিডিও ‘ফরমেশন’ [বিয়ন্সে], মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম ‘দ্য কালার পারপেল’, মিউজিক ফিল্ম ‘দ্য বিটলস: এইট ডে এ’ ‘উইক দ্য টুরিং ইয়ারস ’[দ্য বিটলস]।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর