বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এফডিসিতে ‘জীবন থেকে নেয়া’ উৎসব

শোবিজ প্রতিবেদক

এফডিসিতে ‘জীবন থেকে নেয়া’ উৎসব

মাতৃভাষা দিবসে এফডিসিতে বসেছিল ‘জীবন থেকে নেয়া’ ছবির উৎসব। জহির রায়হান নির্মিত এই ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালের ১০ এপ্রিল। ছবিটি মুক্তির প্রায় ৪৬ বছর পর চলচ্চিত্র পরিচালক সমিতি এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘জীবন থেকে নেয়া ও জহির রায়হান’ শীর্ষক আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনী। এফডিসির ভিআইপি প্রোজেকশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচকবৃন্দের মধ্যে ছিলেন নায়করাজ রাজ্জাক, পরিচালক আমজাদ হোসেন, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও চিত্রগ্রাহক আফজাল চৌধুরী, মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পরিচালক সমিতির আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হাসানুল হক ইনু নায়করাজ রাজ্জাক, আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, কোহিনূর আক্তার সুচন্দা ও চিত্রগ্রাহক আফজাল চৌধুরীর গলায় উত্তরীয় পরিয়ে দেন। এরপর ‘জীবন থেকে নেয়া’ ছবিটি  প্রদর্শিত হয়।

সর্বশেষ খবর