বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফকির আলমগীর জন্ম উৎসব

শোবিজ প্রতিবেদক

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গণমানুষের গান গেয়ে আসছেন ফকির আলমগীর। ২১ ফেব্রুয়ারি ছিল তার জন্মদিন। ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়  জাতীয় জাদুঘর মিলনায়তনে থাকছে তার জন্মদিনের বিশেষ আয়োজন। এদিন তার সংবর্ধনার পাশাপাশি একক গানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। ফকির আলমগীর পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত। ’৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ’৭১-এর মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। গানের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি বলেন, ‘পাঁচ দশক ধরে মানুষের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা আমার মনকে কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে দিয়েছে।  জীবনের শেষ দিন পর্যন্ত গেয়ে যাব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর