শিরোনাম
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ইমদাদুল হক মিলনের গল্পে জলি

আলাউদ্দীন মাজিদ

ইমদাদুল হক মিলনের গল্পে জলি

এবার প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের গল্পে বড় পর্দায় আসছেন জলি। ছবির শিরোনাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’। চলচ্চিত্রে জলির আগমন খুব বেশি দিনের নয়। গত বছর ‘অঙ্গার’ ছবি দিয়ে তার অভিষেক। এরপর ‘নিয়তি’। দুটি ছবিতে দুই রকম উপস্থাপনা দিয়ে দর্শক-মন জয় করেন জলি। এবার একেবারেই অন্যরকম একটি চরিত্র। নাদের চৌধুরী তাকে নিয়ে নির্মাণ করলেন ছবিটি। আর  ছবির গল্প হলো ইমদাদুল হক মিলনের মানে অন্যরকম কিছু পাওয়া। ছবিটি মুক্তি পাবে ১০ মার্চ। জলি বলেন, ছবিটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ একদিকে ইমদাদুল হক মিলনের মতো একজন প্রখ্যাত সাহিত্যিকের গল্প, অন্যদিকে আমার চরিত্রকে ঘিরেই গল্প গড়িয়েছে। চরিত্রে আছে নানা দ্বন্দ্ব-সংঘাত। একটি হিন্দু মেয়ে আর মুসলিম ছেলের ভালোবাসাকে ঘিরেই এই সংঘাত। তবে এ ধরনের গল্পের অন্য দশটি ছবির চেয়ে এর বিষয়বস্তু একেবারেই আলাদা। ছবিতে আমি কৃষ্ণকলি হয়ে আসছি। দর্শক ছবি ও এতে আমার চরিত্রটি দারুণভাবে উপভোগ করবে এ কথা নিশ্চিত করে বলতে পারি। ছবিটিতে আমার বিপরীতে আছেন শাহরিয়াজ।

সর্বশেষ খবর