মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শিল্পশৈলীতে ‘রাজাবলি’

শোবিজ প্রতিবেদক

শিল্পশৈলীতে ‘রাজাবলি’

রবীন্দ্র-শরত্চন্দ্র  অনুসৃত ও ‘বাংলা মুভমেন্ট থিয়েটার’ শিল্পশৈলীতে রচিত নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরীর নাটক ‘রাজাবলি’। নাটকটি আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে। ‘সকল অশুভ আমাদের পদতলে’— এই স্লোগানে বঙ্গীয় সংস্কৃতি লালন, প্রচার ও প্রসারে নাট্যচর্চা করে আসা ‘নাট্যভূমি’র ১৯তম প্রযোজনা ও শাহজাহান শোভনের নাট্য-নির্দেশনায় চতুর্থবারের মতো ‘রাজাবলি’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।

ত্রিপুরার রাজ-পরিবারের ভুলে যাওয়া এক ইতিহাস আশ্রিত নাটক ‘রাজাবলি’   হিংস্র-শক্তির সঙ্গে অহিংস-শক্তির বিরোধিতাই নাটকটির মূল প্রতিপাদ্য।

‘রাজাবলি’ নাটকে অভিনয় করেছেন— রাহিতুল আলম আপন, রাজিব চন্দ্র  শীল, শাহজাহান শোভন, সিফাত আরা ভূঁইয়া বন্যা, শারমিন কলি, এইচ এম রিজভী, শিশির আহমেদ সোহেল, ইমাম হোসেন ইমন, মোহসিনা শবনম, তাসলিমা আক্তার দৃষ্টি, মিঠুন আহম্মেদ, মনিরুল ইসলাম রাজিব, প্রতাপ চন্দ্র  বর্মন, এইচ এম রায়হান রিপন, শাহাদাত হোসেন, সামছুল ইসলাম স্বপন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর