শুক্রবার, ১০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বসন্ত উৎসবে রামকৃষ্ণ

শোবিজ প্রতিবেদক

বসন্ত উৎসবে রামকৃষ্ণ

ঋতু পরিক্রমায় এসে গেছে বসন্তকাল। মিরপুর কেন্দ্রীয় মন্দির আয়োজন করেছে বসন্ত উৎসব-২০১৭-এর। ‘রামকৃষ্ণ’-এর সংগীত পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে এ বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করবে ‘অবয়ব সংগীত দল’। এমনকি অবয়ব সংগীত দলের অন্যান্য শিল্পীর (আনন্দময়ী, তমা, অনন্যা, জয়া, প্রিয়তা, শ্রেয়সী, মৃন্ময়) পাশাপাশি অবয়ব সংগীত দলের মধ্যমণি রামকৃষ্ণ নিজেও পরিবেশন করবেন কবিগুরুর বেশকিছু গান। রবীন্দ্র চিন্তায় বসন্ত চিত্রিত হয়েছে নানাভাবে। তাই রবীন্দ্রনাথের বসন্ত উপপর্যায়ের বিভিন্ন গানসহ প্রেম, পূজা, প্রকৃতি পর্যায়ের বিভিন্ন গান নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। ‘আহা আজি এ বসন্তে’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর