বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গুগলে নিষিদ্ধ পুনম পাণ্ডে

শোবিজ ডেস্ক

গুগলে নিষিদ্ধ পুনম পাণ্ডে

নিষিদ্ধ হলো পুনম পাণ্ডের মোবাইল অ্যাপস। মাত্র একদিনের জন্য চালু হয়েছিল বলিউড অভিনেত্রীর অ্যাপসটি। গুগল এতে বাধা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল আজ। পুনমের ভক্তরা তার অ্যাপস থেকে ডাউনলোড করে কিছু ছবি দিয়েছেন। তার থেকেই বোঝা যাচ্ছে, অশ্লীলতার কারণেই গুগল এই পদক্ষেপ নিয়েছে। কয়েক দিন ধরেই নিজের অ্যাপসের প্রচারে নানা সাহসী ছবি দিচ্ছিলেন পুনম। গতকাল দুপুরের পর থেকে এই অ্যাপস তার ভক্তরা ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই পুনম দেখেন তার টুইটার পেজে ভক্তরা লিখছেন, অ্যাপস ডাউনলোডে সমস্যা হচ্ছে। প্রথমে ভক্তদের অ্যাপসটি  ডাউনলোড শেখানোর চেষ্টা করছিলেন পুনম। তারপরই তিনি বুঝতে পারেন, অ্যাপসটি অশ্লীল হওয়ায় গুগল থেকে বন্ধ করে  দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর