শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অন্যরকম নচিকেতা

শোবিজ প্রতিবেদক

অন্যরকম নচিকেতা

টানা ৮ বছরের নীরবতা ভেঙে নচিকেতার সর্বশেষ একক অ্যালবাম এসেছিল বছর দুই আগে। নিজের কথা-সুরে অ্যালবামের নাম ছিল ‘আয় ডেকে যায়’। এরপর আবার দুই বছরের বিরতি। সম্প্রতি নতুন একটি অ্যালবামে অন্যরকমভাবে হাজির হয়েছেন কিংবন্তিতুল্য বিষয়ভিত্তিক গানের এই শিল্পী। এবারই প্রথম তিনি অন্য কোনো গীতিকবির লেখা গানে পুরো অ্যালবাম সাজিয়েছেন নিজের কণ্ঠ-সুরে। সেই গীতিকবি আবার কলকাতার কেউ নন। নচিকেতার নতুন অ্যালবাম ‘বেঁচে থাকার মানে’ এর সবকটি গান লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল। বিশেষ এই অ্যালবামটি গত সপ্তাহে ডিজিটালি ও ফিজিক্যালি মুক্তি পেয়েছে কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আশা অডিও থেকে। ‘বেঁচে থাকার মানে’ অ্যালবামের সব গানের সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। আর গানগুলোর শিরোনাম এমন— তুমি কি শেখাবে, সবুজ ছিল, তুমি আছো তাই, নেমেছে বৃষ্টি, এক সাহস কার, উপেক্ষিত ছাতা এবং আমার এক গোলাপ।

অন্যের কথায় পুরো অ্যালবাম প্রসঙ্গে নচিকেতার ভাষ্য, ‘দেখুন আমি একটা বিষয় লক্ষ করেছি— ঢাকায় খুব বেশি গান লেখার মানুষ নেই। আমি অন্তত খুঁজে পাইনি। যে দু-একজন আছেন, তাদের মধ্যে অন্যতম জুলফিকার রাসেল। তার আসলে গানটা লেখা হয় কিংবা আমি যা চাই তা তার লেখায় খুঁজে পাই। সেজন্যই গেল কবছর ধরে আমরা নিয়মিত গান করে আসছি নিজেদের খেয়ালে। যার প্রায় অধিকাংশই এখনো প্রকাশ করা হয়নি। আমাদের সেই যৌথ ভাণ্ডার থেকে এবার সাতটি গান দিলাম। দুই বাংলার ভালো লাগবে— আশা তো করতেই পারি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর