Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ১৭ জুলাই, ২০১৭ ২৩:২৯

ভাগ্যবতী ক্যাটরিনা

শোবিজ ডেস্ক

ভাগ্যবতী ক্যাটরিনা

ইতিমধ্যে তিন খানের সঙ্গে ছবি করে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। আবার তিনি সালমান, শাহরুখ এবং আমির খানের সঙ্গে জুটি বেঁধে আলাদা আলাদা ছবিতে অভিনয় করছেন। ফলে তাকে ভাগ্যবতী মনে করছেন অনেকেই। খুব শিগগির তাকে দেখা যাবে সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে। ছবিটি ২০১২ সালে তৈরি ব্লকবাস্টার ‘এক থা টাইগার’ এর সিক্যুয়েল। এর পাশাপাশি তিনি আমির খানের সঙ্গে ‘ঠাগস অব হিন্দুস্তান’ ছবিতে অভিনয় করবেন। এর আগে আমির খানের সঙ্গে তাকে দেখা গিয়েছিল ‘ধুম থ্রি’ ছবিতে। শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিলেন ‘জব তক হ্যায় জান’ ছবিতে। খুব শিগগির তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করবেন আনন্দ এল রাইয়ের পরের ছবিতে। ছবির নাম এখনো ঠিক হয়নি। সাংবাদিকদের ক্যাটরিনা বলেন, ‘আমি আমির-শাহরুখ-সালমানের সঙ্গে আগেও ভালো ছবিতে কাজ করেছি। এই তিনটি ক্ষেত্রেই ভালো চিত্রনাট্য, ভালো পরিচালক এবং ভালো সহ-অভিনেতা। আমি মনে করি, সত্যি সত্যিই অন্যদের তুলনায় আমি বেশ ভাগ্যবতী।’ এ কথাগুলো ক্যাটরিনা বলেছেন তার নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এর প্রমোশনে। জগ্গা জাসুস প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘প্রায় তিন বছরের জার্নি ছিল ছবিটি। পরিচালক অনুরাগ বসু তার সবটুকু ঢেলে দিয়েছেন এই ছবির পেছনে। আমি আর রণবীর কাপুর অনেক খেটেছি এই ছবির জন্য। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

 


আপনার মন্তব্য