সম্প্রতি একটি মিউজিক ভিডিওর জুটি হলেন সংগীতশিল্পী আসিফ আকবর ও নায়িকা পপি। এই প্রথম তারা একসঙ্গে ফ্রেমবন্দী হলেন। ‘সাদা আর লাল’ শিরোনামের গানটির মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করছেন আসিফ ও পপি। যেখানে আসিফ আকবরকে দেখা যাবে ষাটের দশকের পপস্টার রূপে। অন্যদিকে পপি থাকছেন তার গ্ল্যামারাস চিত্রনায়িকার লুকে। গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর ও সংগীত…