মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নানা আয়োজনে কলম জাদুকরের ৭০তম জন্মদিন

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে কলম জাদুকরের ৭০তম জন্মদিন

কলমের জাদুতে স্বাধীনতা-পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখকের তকমা লাগিয়েছিলেন নিজের নামের আগে। তিনি হুমায়ূন আহমেদ। এদেশের কোটি পাঠকের হূদয়ের স্পন্দন। গতকাল ১৩ নভেম্বর ছিল নন্দিত এই লেখকের ৭০তম জন্মদিন। নাচ, গান, আবৃত্তি, নাটক, হিমুমেলা, বইমেলা ও কর্মময় জীবনের ওপর আলোচনা ইত্যাদি নানা বর্ণাঢ্য আয়োজনে  তার জন্মদিন পালন করেছেন সুহূদ, শুভানুধ্যায়ী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। হুমায়ূন মেলার আয়োজন করে চ্যানেল আই। বিকাল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা।

পাবলিক লাইব্রেরির উন্মুক্ত প্রাঙ্গণে লেখকের বই নিয়ে একক বইমেলার আয়োজন করেছেন তারই ১৭ জন প্রকাশক। ১৯ নভেম্বর শেষ হবে সাত দিনের এই বইমেলা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটক ‘নৃপতি’ মঞ্চায়ন করে নান্দনিক। নির্দেশনায় ছিলেন বদরুদ্দোজা।

 

সর্বশেষ খবর