শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বন্ধ হচ্ছে আজম খান ফাউন্ডেশন

শোবিজ প্রতিবেদক

বন্ধ হচ্ছে আজম খান ফাউন্ডেশন

আজম খানের মৃত্যুর পর বড় একটা স্বপ্ন নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। মোট পাঁচটি বিভাগে পাঁচ ধরনের সদস্য নিয়ে যাত্রা হয় শিল্পী আজম খান ফাউন্ডেশনের। এর মধ্যে বোর্ড মেম্বার ছিল সাতজন। অন্যান্য পদ মিলিয়ে সদস্য ছিল ১৫০ জন। সেই হিসেবে পপগুরু আজম খান ও তার গানের প্রসারে দারুণ উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিল শিল্পী আজম খান ফাউন্ডেশন। কিন্তু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদস্যপদ নিয়ে সৃষ্ট জটিলতা, মিটিংয়ে সদস্যদের উদাসীনতা ও আর্থিক সংকটের কারণে এর সব কার্যক্রম মুলতবি করে তা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। জানা যায়, ফাউন্ডেশনের কার্যক্রম অনেক আগেই মুলতবি করা হয়েছি। কিন্তু সেটা এই ফাউন্ডেশনের সদস্যদের অনেকেই জানতেন। তাই এবার তার মেয়ে ঘোষণা দিয়ে বিষয়টি সবাইকে অবগত করলেন। যাতে ভবিষ্যতে ফাউন্ডেশনের নামে কোনো প্রতারণা সংঘটিত না হয়। তবে বন্ধের কারণ হিসেবে জানা যায়, সদস্য পদ নেওয়া এবং সদস্যদের তৈরি করা নিয়ে ঝামেলা চলছিল। অর্থনৈতিক কোনো সাহায্য মিলছিল না। তাই মেয়ের একার পক্ষে এভাবে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।

 

সর্বশেষ খবর