রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

একজন ফারুকের গল্প

শোবিজ প্রতিবেদক

একজন ফারুকের গল্প

মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত হয়েছে ভিডিওচিত্র ‘একজন ফারুকের গল্প’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ভিডিওচিত্রটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ওমর ফারুক নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার নির্মম কাহিনী এবং পরবর্তী সময়ে তার পরিবারের করুণ দিনযাপনের গল্প উঠে এসেছে এতে। পিরোজপুরের শহীদ ওমর ফারুক  ছিলেন পিরোজপুর জেলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী। তাকে রাজাকাররা নৃশংসভাবে হত্যা করে। ওমর ফারুকের মা মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরেও তার হারানো ছেলের ঘরে ফেরার প্রত্যাশায় দিন যাপন করেন। ন্যাশনাল পলিমার নির্মিত এই ভিডিওচিত্রে ফারুক চরিত্রে অভিনয় করেছেন জহুরুল ইসলাম ডালিম। এটি নির্মাণ করেছেন পরিচালক অতনু আদিত্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর