বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব-২০১৭’। আজ থেকে ৩১ ডিসেম্বর দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব-২০১৭’। উৎসবে শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের নির্মাণে মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, উৎসবে শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে। ‘শিশুতোষ চলচ্চিত্র’র ক্ষেত্রে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে এক লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা । ‘শিশু নির্মাতা’দের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা। এ ছাড়াও উৎসবের সমাপনী দিনে উৎসবে অংশগ্রহণকৃত চলচ্চিত্রের সব নির্মাতার সনদপত্র প্রদান করা হবে।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে ২৯ ও ৩০ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে ‘চলচ্চিত্র অনুধাবন’ শীর্ষক কর্মশালা।

 

সর্বশেষ খবর