শিরোনাম
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টের আজ চতুর্থ দিন

পান্থ আফজাল

বেঙ্গল ক্লাসিক্যাল ফেস্টের আজ চতুর্থ দিন

উৎসবে আজ নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা

ষষ্ঠবারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আজ চতুর্থ দিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডির আবাহনী মাঠে। আজ শুক্রবার; তাই সব দিনের তুলনায় উৎসব প্রাঙ্গণ আগত সব সংগীতপিপাসুর ভিড়ে উপচে পড়বে বলে আশা করা যাচ্ছে। শুরুতেই থাকবে মণিপুরী, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশনা। মণিপুরী, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশন করবেন স্নাতা শাহরিন, জুয়াইরিয়াহ মৌলি, সুইটি দাস, অমিত চৌধুরী, সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ ও মেহরাজ হক। তাদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার পর সরোদ পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। এরপর খেয়াল পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হবেন প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান। এরপর সরোদ আয়োজন নিয়ে আসবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এরপর একে একে ড. মাইশুর মঞ্জুনাথ পরিবেশন করবেন বেহালা, পণ্ডিত যশরাজ (খেয়াল) এবং সাসকিয়া রাও (চেলো)। রাতের শেষ ভাগের শেষ অতিথি হিসেবে সেতারে শ্রোতাদের মুগ্ধ করতে মঞ্চে আসবেন পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জি।

 

সর্বশেষ খবর