বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকা সংগীত উৎসবে গাইবেন তারা

শোবিজ প্রতিবেদক

ঢাকা সংগীত উৎসবে গাইবেন তারা

বাঁ থেকে সুবীর নন্দী, খুরশীদ আলম, আবিদা সুলতানা ও রফিকুল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও  ২৬ ও ২৭ জানুয়ারি ২০১৮ আয়োজন করা হয়েছে ‘সংগীত উৎসব-২০১৭’। উৎসবের এবারের বিষয় ‘বাংলার গান’। ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর প্রাঙ্গণে দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় দুদিনব্যাপী থাকছে বাংলা গান। এতে থাকছে উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীতের মনোমুগ্ধ পরিবেশনা।  উৎসবে প্রথম দিন অতিথি শিল্পী হিসেবে থাকছেন সুবীর নন্দী ও খুরশীদ আলম, দ্বিতীয় দিন রফিকুল আলম ও আবিদা সুলতানা। তাছাড়া উৎসবে সংগীত বিভাগ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল এবং সংগীত বিভাগ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা থাকছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় সংগীত বিভাগ এবার ৯ দেশবরেণ্য গুণীজনকে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করতে যাচ্ছে। তারা হলেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম এবং আবিদা সুলতানা, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্রশিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জমান। 

সর্বশেষ খবর