বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যৌথ প্রযোজনার ছবি মুক্তিতে আর বাধা নেই

শোবিজ প্রতিবেদক

যৌথ প্রযোজনার ছবি মুক্তিতে আর কোনো বাধা রইল না। নতুন নীতিমালা মেনে ছবি নির্মাণ করলে অবশ্যই তা মুক্তি পাবে। যৌথ আয়োজনের ছবি মুক্তির জন্য গঠিত প্রিভিউ কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। ওইদিন এফডিসিতে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নূরজাহান’ ছবির  প্রিভিউর মাধ্যমে এই বাধা দূর হয়। প্রিভিউর পর কমিটি ছবিটি  সেন্সর বোর্ডে পাঠানোর অনুমোদন  দেয়। এ সময় আট সদস্যের প্রিভিউ কমিটির সাতজন উপস্থিত ছিলেন। নতুন নীতিমালা অনুযায়ী  যৌথ প্রযোজনার ছবির গল্প অবশ্যই মৌলিক হতে হবে। কিন্তু ‘নূরজাহান’ ছবিটির গল্প মৌলিক নয়। তারপরও যেহেতু নতুন নীতিমালা প্রণয়নের আগে এ ছবিটি নির্মিত হয়েছে, তাই ছবিটি ছাড় দেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন প্রিভিউ কমিটির সদস্যরা। কমিটির সদস্যরা জানিয়ে দেন, এখন থেকে নতুন নীতিমালায় তৈরি ছবির ক্ষেত্রে প্রিভিউতে যৌথ প্রযোজনার নতুন নীতিমালার প্রতিটি শর্ত কঠোরভাবে মানা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। ৫ ফেব্রুয়ারি গিয়াস উদ্দীন সেলিমের যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’-এর প্রিভিউ হবে।

 

সর্বশেষ খবর