রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চিত্রপরিচালকদের পিকনিক

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজন হয়ে গেল শুক্রবার। গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আয়োজিত এই বনভোজন ছিল ভালো-মন্দের মিশেল। এমনটি জানালেন চলচ্চিত্র নির্মাতারা। বনভোজনে নির্মাতাদের উপস্থিতি খুব একটা আহামরি ছিল না। অভিনয় শিল্পীদের উপস্থিতিও তেমন একটা চোখে পড়েনি। জায়েদ খান, পপি, শাবনূর, শাহনূর, বিপাশা কবির, আমিন খান, মিষ্টি জান্নাত, জলি, এভ্রিল, তানহা, দীপালীসহ কয়েকজন তারকা আয়োজনে কিছুটা আলো ছড়িয়েছিলেন। অভিনয় শিল্পী সাইমন, অধরা, আসিফ নূর, মৌমিতা মৌ, শ্রাবণ খান নাদিম প্রমুখরা নেচে গেয়ে দর্শক-শ্রোতাদের মন ভরান। গান করেন আসিফ, রাফাত প্রমুখ শিল্পীরা। এ ছাড়া নির্মাতা ও তাদের পরিবারের জন্য খেলাধুলারও আয়োজন ছিল। মিউজিক্যাল পিলো, দৌড়, চামচ দৌড়, র্যাফেল ড্র, হাউজির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতাদের বনভোজন প্রাণ পাওয়ার চেষ্টা করে। পিকনিক ভেন্যু হিসেবে গাজীপুর ফিল্ম সিটি অনেকের পছন্দ হয়নি বলে জানান। তাছাড়া আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও আয়োজকদের দায়সারাগোছের ভাব ছিল চলচ্চিত্রকারদের আরেকটি ক্ষোভের কারণ। সব মিলিয়ে ভালো মন্দের বনভোজন সারলেন চলচ্চিত্র পরিচালকরা।

 

সর্বশেষ খবর