বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শর্টফিল্ম ‘বিভাজন’

শোবিজ প্রতিবেদক

অ্যাম্বুলেন্সের কফিনে মাহবুবের লাশ। পাশে বসে আছে আফজাল এবং মৃত মাহবুবের স্ত্রী রোমানা। রোমানার ভিতরে চলে দ্বিধা-দ্বন্দ্ব। মৃত্যুর আগে স্বামীর নির্দেশ ও শ্বশুরের আবদারে দেবরকে বিয়ে করতে হবে। হঠাৎ সশস্ত্র ডাকাত দল আক্রমণ করে লাশবাহী গাড়িতে। কেড়ে নেয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, সব ব্যাগ— এমনকি রোমানার স্বামীর ডেথ সার্টিফিকেট। সেই সঙ্গে রোমানাকেও ধর্ষণ করে। দেবর ভয়ে নির্বাক হয়ে থাকে। একটু আগেও যে পুরুষ রোমানাকে বিয়ের জন্য উদগ্রীব ছিল, সেও ডাকাতের ভয়ে রোমানাকে উদ্ধার করতে পারেনি। দীর্ঘশ্বাস ছেড়ে রোমানার কেবলই মনে হয়, ‘তার স্বামী, শ্বশুর, দেবর আর ডাকাতদের মাঝে কোনো পার্থক্যই নাই।’ হরিপদ দত্তের গল্পে এবং হুমায়ুন রশীদ সম্রাটের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র ‘বিভাজন’। টার্টল ফিল্মস বাংলাদেশের প্রযোজনায় অভিনয়ে রয়েছেন চমক তারা, মরু ভাস্কর, রোমিও, হুসনে মোবারক রুমি, রেজাউল ইসলামসহ বিভিন্ন থিয়েটারের অভিনয় শিল্পী।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর