শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘রোহিঙ্গা থিয়েটার ও পাঁজরে চন্দ্রবান’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

‘বিউটিফুল অ্যাঙ্গার’ প্রদর্শনী

ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে রুবিনা আক্তারের ‘অ্যাঙ্গার’ শীর্ষক ১৮ দিনের শিল্পকর্ম প্রদর্শনী। ২৩ ফেব্রুয়ারি শেষ হবে এই প্রদর্শনী।

 

কানাডীয় শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

জাদুঘরে চলছে কানাডিয়ান শিল্পী চার্লস প্যাকটারের একক শিল্পকর্ম প্রদর্শনী। ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এই প্রদর্শনী।

 

নাটক

রোহিঙ্গা থিয়েটার ও পাঁজরে চন্দ্রবান

বাংলাদেশ সেন্টার ফর পারফরম্যান্স অ্যান্ড কালচারাল স্টাডিজ [বিসিপিসিএস] এর উদ্যোগে কক্সবাজারের উখিয়া, টেকনাফের শরণার্থী শিবির ও সমুদ্র সৈকতে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে থিয়েটার ফর রোহিঙ্গা বা রোহিঙ্গা নাট্য বা রোহিঙ্গা থিয়েটার। ‘পাঁজরে চন্দ্রবান’ রচনা করেছেন শাহমান মৈশান ও নির্দেশনায় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

 

সংলাপের নাটক ‘বোধ’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে সংলাপ থিয়েটারের ‘বোধ’। নাট্যরূপ স্বপন দাস এবং নির্দেশনায় মোস্তফা হীরা।

 

অন্যান্য

আড়ম্বর আর্ট ফেস্ট-২০১৮

শিশু-কিশোরদের চিত্রকর্ম নিয়ে হতে যাচ্ছে ‘আড়ম্বর আর্ট ফেস্ট-২০১৮’। আজ সকাল ৯টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হবে উৎসবটি। আড়ম্বর পরিবারের আয়োজনে উৎসবে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও অধ্যাপক মনসুর উল করিম।

 

টুনটুন বাউলের একক সংগীতসন্ধ্যা

জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে টুনটুন বাউলের একক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে জাতীয় জাদুঘর।

আজ শুক্রবার সন্ধ্যায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সংগীত আসর।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা

কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা। প্রতিদিন ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নাটক, গান, নৃত্য, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত থাকবে শহীদ মিনার প্রাঙ্গণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর