রবিবার, ৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মৌ-এর নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

শোবিজ প্রতিবেদক

মৌ-এর নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

রাহিজা খানম ঝুনুর নির্দেশনায় গীতি নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’র কেন্দ্রীয় রূপাই চরিত্রে সাদিয়া ইসলাম মৌ আর সাজু চরিত্রে নৃত্য পরিবেশন করেন আবদুর রশিদ স্বপন। নৃত্যনাট্যটি পয়লা বৈশাখে বিটিভিতে প্রচার হবে। বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদের সার্বিক তত্ত্বাবধান ও মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘নকশী কাঁথার মাঠ’ প্রচার হবে। দীর্ঘ ২৭ বছর ধরে মৌ ও স্বপন এই নৃত্যনাট্যে টানা পারফর্ম করে যাচ্ছেন। এ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘দিন যতই যাচ্ছে ততই আমি সাজুকে আরও বেশি বুঝতে পারি, আমার মধ্যে তাকে আমি আরও বেশি ধারণ করতে পারি। চরিত্রের অনেক গভীরে প্রবেশ করতে পারি। যখন আমি ছোট ছিলাম, তখন বার বার আমার মনে হতো শেষ দৃশ্যে যেন সত্যিই আমার কান্না আসে। এই কান্নার জন্যই আমি প্রার্থনা করতাম। আর এখন সুইটা হাতে নিলেই দুই চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে। সাজু চরিত্রের প্রতি অনেক ভালোবাসা, আবেগ থেকেই এটা হয়। সামনে আরও ভালো করতে পারব।’ কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্য ‘নকশী কাঁথার মাঠ’-এর কাহিনী অবলম্বনে এ নৃত্যনাট্যের প্রথম নির্দেশনা দিয়েছিলেন জি এ মান্নান।

 

সর্বশেষ খবর