সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

না ফেরার দেশে অভিনেত্রী ফারজানা ববি

শোবিজ প্রতিবেদক

না ফেরার দেশে অভিনেত্রী ফারজানা ববি

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ পালনের বর্ণাঢ্য প্রস্তুতি নিয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতি ও চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও সংগীতশিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট। শেষ পর্যন্ত উভয় সংগঠন বাতিল করে সব আনন্দ অনুষ্ঠান। কারণ নববর্ষের আগের দিন আকস্মিকভাবে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী ফারজানা ববি। তিনি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার মাসুম বাবুলের স্ত্রী। শিল্পী ঐক্যের সভাপতি দর্শকপ্রিয় অভিনেতা ডি এ তায়েব বলেন, আমরা অকালে একজন শিল্পী, মানে আমাদের পরিবারের সদস্যকে হারালাম। এই অবস্থায় আনন্দ অনুষ্ঠান নয়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নববর্ষের সব অনুষ্ঠান বাতিল করলাম ও তার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নববর্ষ পালনে এফডিসি ও শিল্পী সমিতির দফতরকে অপরূপ সাজে সজ্জিত ও নানা আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু শিল্পী ফারজানা ববির অকাল মৃত্যুতে সব অনুষ্ঠান বাতিল করে তার আত্মার শান্তি কামনা করছি। ফারজানা ববি ‘বেদের মেয়ে জোসনা’, ‘পাগলী’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন। 

সর্বশেষ খবর