শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লাকী আখন্দ স্মরণে শেলু বড়ুয়ার নতুন অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

লাকী আখন্দ স্মরণে শেলু বড়ুয়ার নতুন অ্যালবাম

কিংবদন্তি শিল্পী ও সুরকার লাকী আখন্দের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে শেলু বড়ুয়ার নতুন অ্যালবাম ‘চন্দ্রা থেকে-রোকেয়া হল’। অ্যালবামটি লাকী আখন্দকে উৎসর্গ করা হয়েছে। প্রখ্যাত গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর লেখায় লাকী আখন্দ ‘চন্দ্রা থেকে ফেরার পথে’ গানটি ৮০’র দশকে সুর করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল নিয়ে এই প্রথমবারের মতো গান ‘রোকেয়া হলের সেই পথ দিয়ে’ গানটি লিখেছেন শাফাত খৈয়াম। সুর করেছেন প্রখ্যাত সুরকার শেখ সাদী খান। ‘শৈবাল কটেজের ব্যালকোনিতে’ গানটি লিখেছেন ফেরদৌস হোসেন ভূঁইয়া। সুর করেছেন শেখ সাদী খান। অ্যালবামে চারটি গান রয়েছে। নতুনভাবে সংগীত আয়োজন করেছেন প্রখ্যাত কম্পোজার ফুয়াদ নাসের বাবু। অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েল বিজনেস ফ্যাকাল্টির কনফারেন্স হলে। সংগীত এবং ব্যক্তিগত জীবনে লাকী আখন্দের সঙ্গে শেলু বড়ুয়ার সম্পর্ক দীর্ঘদিনের। লাকী আখন্দের সুরে এবং কাওসার আহমেদ চৌধুরীর লেখায় বেশ কয়েকটি গান তিনি গেয়েছেন। লাকী আখন্দের ছোট ভাই প্রখ্যাত শিল্পী হ্যাপী আখন্দ শেলু বড়ুয়ার বাল্যবন্ধু।

সর্বশেষ খবর