Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ মে, ২০১৮ ০০:১৪

সরকারি প্রজেক্টর আসছে

শোবিজ প্রতিবেদক

সরকারি প্রজেক্টর আসছে

ডিজিটাল সিস্টেম প্রবর্তন কমিটির  আহ্বায়ক এফডিসির এমডি আমির হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার এফডিসিতে এক বৈঠকে ডিজিটাল প্রজেক্টর স্থাপনের জন্য ৮৪টি সিনেমাহলের তালিকা চূড়ান্তের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৫০ থেকে ৬০টি হলকে ৫০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। ৩০ মে সিনেমাহল মালিকদের বৈঠকে হলের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। প্রবর্তন কমিটিতে আরও আছেন আইয়ুব আলী সদস্য সচিব। অভিনেতা ফারুক, সুদীপ্ত দাস, মিয়া আলাউদ্দীন, নওশাদ, শোয়েব রশিদ, গুলজার, মিশা ও খসরু সদস্য।


আপনার মন্তব্য