শিরোনাম
বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮ ০০:০০ টা

শুক্রবার ‘কৃষকের ঈদ আনন্দ’

শোবিজ প্রতিবেদক

শুক্রবার ‘কৃষকের ঈদ আনন্দ’

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদে টেলিভিশনের সেরা বিনোদন অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি ধারণ করা হয়। চলনবিল এলাকার কৃষি বৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, খেলা, গ্রামীণ জীবনের নানান গল্পে সমৃদ্ধ এই অনুষ্ঠানটি এবারও দর্শকপ্রিয় হয়েছে। বেহুলা-লখিন্দরের গল্প, সিরাজগঞ্জের তাড়াশ জনপদের ইতিবৃত্ত, বিনসাড়া গ্রামের গা-হিম করা কল্পকাহিনী, দেশ-বিদেশের প্রতিবেদন ছাড়াও ছিল বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বউয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায়, দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্র সব জমজমাট খেলা। অগণিত দর্শকের বিশেষ অনুরোধে ‘কৃষকের ঈদ আনন্দ’ পুনঃপ্রচার হবে ২২ জুন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে।

 

সর্বশেষ খবর