মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

১৬ বছরে এনটিভি...

শোবিজ প্রতিবেদক

১৬ বছরে এনটিভি...

আজ টেলিভিশন চ্যানেল এনটিভি ১৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সঙ্গে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ঠিক পরের বছর ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ভোর ৬.১৫ মিনিটে প্রচার হবে সংকলিত অনুষ্ঠান ‘উৎসবে আনন্দে’। সকাল ৯টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বিদ্রোহী পদ্মা’। দুপুর ২.৩৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘আজকের টেলিভিশন’। বিকাল ৬.০৫ মিনিটে থাকছে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘কেক কাটা অনুষ্ঠান’। অনুষ্ঠানটি এনটিভির কারওয়ান বাজারস্থ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘স্মৃতির ওপারে’। রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে নাটক ‘পারুল লতা’। রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে আলোচনা অনুষ্ঠান ‘১৬ বছরে এনটিভি’। রাত ১২.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘হৃদয় আমার নাচেরে’।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর