মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘জ্যাম’ এ ফেরদৌস-পূর্ণিমা-শুভ-ঋতু

শোবিজ প্রতিবেদক

‘জ্যাম’ এ ফেরদৌস-পূর্ণিমা-শুভ-ঋতু

নঈম ইমতিয়াজ নেয়ামুলের ছবি ‘জ্যাম’ এ প্রধান চার চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’র নির্মিতব্য নবম চলচ্চিত্র ‘জ্যাম’-এর মহরত অনুষ্ঠানে গতকাল এই ঘোষণা দেওয়া হয়। মহরতে আরও জানানো হয় এই চলচ্চিত্রে আরও থাকবেন ওমর সানী, মৌসুমী, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা। অনুষ্ঠানে ঋতুপর্ণা বলেন,‘ ভীষণভাবে আজ মনে পড়ছে মান্না ভাইয়ের কথা। তিনি থাকলে আজ খুউব খুশি হতেন। তবে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই শেলী ভাবীকে, কারণ তািন মান্না ভাইয়ের স্মৃতিকে, কর্মকে শ্রদ্ধা জানিয়ে আবারও চলচ্চিত্র প্রযোজনা শুরু করেছেন। সেই সঙ্গে মান্না ভাইয়ের ছেলেও জ্যাম’র সঙ্গে সম্পৃক্ত আছেন এটাও অনেক আনন্দের।’ ‘জ্যাম’ চলচ্চিত্রটিতে মূল নায়িকা হিসেবে থাকবেন পূর্ণিমা। পূর্ণিমা বলেন,‘ অনেক অপেক্ষার পর এত সুন্দর একটি গল্পের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থা থেকে আমি প্রধান নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছি, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালোলাগার। আশা করছি সব মিলিয়ে এটি অনেক ভালো একটি চলচ্চিত্র হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি। অনুষ্ঠানে  তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা-নির্মাতা কোহিনূর আক্তার সূচন্দা, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক এ টি এম শামসুজ্জামান, আহমেদ শরীফসহ অনেকে। মহরত অনুষ্ঠানে দুই বাংলার নন্দিত নায়িকা ঋতুপর্ণাও উপস্থিত ছিলেন। চলচ্চিত্রে তার অভিনয়ের বিষয়টি চমক হিসেবেই রাখা হয়েছে বলে জানানো হয়। ‘জ্যাম’ চলচ্চিত্রের মূল ভাবনা প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। চলচ্চিত্রের জন্য গান লিখেছেন আমীনুর রহমান।

 

সর্বশেষ খবর