শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

আজ মঞ্চস্থ হবে ‘গহর বাদশা ও বানেছা পরি’

প্রদর্শনী

‘স্টেট অব মাইন্ড’ শীর্ষক প্রদর্শনী

মোহাম্মদপুরের কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে চলছে আলোকচিত্রী মাহমুদা তুলির ‘স্টেট অব মাইন্ড’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী।

৩ অক্টোবর শেষ হবে এই প্রদর্শনী।

 

নাটক

আজ মঞ্চায়ন গহর বাদশা ও বানেছা পরী

আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকটির ৩১তম মঞ্চায়ন হবে। দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে নির্মিত ফোক ঘরানার এ প্রযোজনাটিতে অভিনয়ের পাশাপাশি নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক।

 

অন্যান্য

শিমুল মুস্তাফার নির্দেশনায় ‘ছড়ায় ছড়ায় প্রেম’

বৈকুণ্ঠের নতুন প্রযোজনা ‘ছড়ায় ছড়ায় প্রেম’। নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই আবৃত্তি প্রযোজনাটি মঞ্চস্থ হবে।

 

বইঘর আবৃত্তি ফেস্ট

২২ সেপ্টেম্বর, বিকাল ৪টা ৩০ মিনিট বিশ্বসাহিত্য কেন্দ্রের পঞ্চম তলায় ‘বাংলালিংক বইঘর আবৃত্তি ফেস্ট’র গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সুবর্ণা মুস্তাফা ও ড. সৌমিত্র শেখর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর