বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রেম ও মানবতার গল্প ‘জন্মভূমি’

শোবিজ প্রতিবেদক

প্রেম ও মানবতার গল্প ‘জন্মভূমি’

১০ বছর আগেই মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন রওনক হাসান। এরপর রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। আর এ রোহিঙ্গা ক্যাম্পেই সোফিয়া নামে একটি অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে পরিচয় হয় তার। এই সোফিয়া চরিত্রে কাজ করছেন সায়রা জাহান। সম্প্রতি এমনই গল্প নিয়ে নির্মাতা প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘জন্মভূমি’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা-নাট্যকার রওনক হাসান। তার বিপরীতে রয়েছেন মডেল সায়রা জাহান। রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গত সোমবার সন্ধ্যা ৬টায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জন্মভূমি’ (দ্য বার্থল্যান্ড) চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। বেঙ্গল মাল্টিমিডিয়া লি. (আরটিভি)-এর ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রিমিয়ার শোতে আরও উপস্থিত ছিলেন জয়া আহসান, সালাউদ্দিন লাভলু, গোলাম সোহরাব দোদুল, মুহম্মদ মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, তপু খান, চিত্রনায়ক বাপ্পি এবং আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলামসহ চলচ্চিত্রটির অভিনয়শিল্পী-কলাকুশলীরা। 

সর্বশেষ খবর