শিরোনাম
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আজগর মোল্লা-খুনসুটি বেগমের কাণ্ড

শোবিজ প্রতিবেদক

আজগর মোল্লা-খুনসুটি বেগমের কাণ্ড

মেহেরপুর গ্রামের বংশীয়, প্রতাপশালী ও প্রভাবশালী মোল্লা পরিবার। সেই পরিবারের কর্তা আজগর মোল্লা (এ টি এম শামসুজ্জামান)। আজগর মোল্লার দুই কন্যা আলতা বানু (মৌসুমী হামিদ) ও মালকা বানু (ভাবনা)। আর স্ত্রী খুনসুটি বেগম (দিলারা জামান)। অর্থবিত্ত, প্রভাব, প্রতিপত্বির কোনো অভাব নেই এই পরিবারে। অভাব শুধু শিক্ষার। আলতা বানু ও মালকা বানু লেখাপড়ায় অমনোযোগী। অবশেষে ঠিক করা হয় জায়গির মাস্টার পেয়ার আলীকে (সালাউদ্দিন লাভলু)। হঠাৎ করেই গ্রামে আবির্ভাব হয় সালমানের (অপূর্ব)। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সূচনা আজাদ প্রমুখ। ২ নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে।

সর্বশেষ খবর