রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণ-অর্থায়নের ছবি ‘আদিম’

শোবিজ প্রতিবেদক

গণ-অর্থায়নের ছবি ‘আদিম’

বস্তিবাসী মানুষের গল্প নিয়ে যুবরাজ শামীম নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আদিম’। আর এজন্য এর নির্মাতা দীর্ঘ সময় ধরে বস্তিতেই থেকেছেন, প্রত্যক্ষ করেছেন সেখানে বাস করা মানুষের যাপিত জীবন। তবে এই ছবিটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে ছবিটি গণ-অর্থায়নে নির্মিত দেশের প্রথম ছবি। ‘আদিম’ নির্মাণের জন্য এশিয়ান সিনেমা ফান্ডের জন্য আবেদন করে ব্যর্থ হলেও দমে যাননি শামীম। আরেক নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের বুদ্ধিতে গণ-অর্থায়নে ছবি নির্মাণের উদ্যোগ নেন। ৫ হাজার টাকা দরে ৬০টি শেয়ার ছেড়ে সেগুলো বিক্রি করেন। শেষ হয়েছে ছবির দৃশ্যধারণের কাজও। পোস্ট প্রোডাকশনের কাজের জন্য আগের নিয়মেই শেয়ার ছেড়েছেন শামীম। এবার কেউ তার পাশে এসে দাঁড়ালে পুরো সিনেমার কাজ শেষ করে সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে পারবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর