রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিশার রূপকথা

শোবিজ প্রতিবেদক

তিশার রূপকথা

শহরের সবচেয়ে সহজ-সরল, হাবাগোবা ও আনস্মার্ট মেয়ে সামিয়া। মোটা ফ্রেমের চশমা আর বেশ-ভূষায় সে সবার থেকে আলাদা। অফিসে কাজে সে দুর্দান্ত হলেও বাহ্যিক সৌন্দর্য ও হাবাগোবা স্বভাব নিয়ে সহকর্মীরা তাকে নিয়ে সবসময় হাসাহাসি করে। তবে সামিয়ার মেন্টর আজিফা ম্যাম তাকে তার স্বপ্নের সারথি হিসেবে কাছে টেনে নেন। তাকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নেন তিনি। কিছুদিন বাদেই সামিয়ার দেখা মেলে শহরের সবচেয়ে সুন্দরী, স্মার্ট মেয়ে রূপে। এক রূপকথার রহস্য ঘেরা জার্নি নিয়ে সে সামনে এগিয়ে যায়। এমনই গল্প নিয়ে নির্মিত ‘রূপকথা’। শাহরিয়ার শাকিল প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সামিয়া রূপে নুসরাত ইমরোজ তিশা, আলিফ হিসেবে ইয়াশ রোহান এবং মেন্টর আজিফার চরিত্রে শম্পা রেজা অভিনয় করেছেন। লিখেছেন সৈয়দ জিয়াউদ্দিন প্রিন্স।  গোলাম মুক্তাদির শান পরিচালিত ও আলফা আই মিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত এটি ৬ ডিসেম্বর অনলাইন প্লাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসে দেখা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর