মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সম্মাননা পাচ্ছেন সাবিনা ও আরতি

শোবিজ প্রতিবেদক

সম্মাননা পাচ্ছেন সাবিনা ও আরতি

আজ থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হচ্ছে দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে ‘বাংলা উৎসব’। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক। এ উৎসবে বিশেষভাবে সম্মাননা জানানো হবে বাংলাদেশের সাবিনা ইয়াসমিন এবং ভারতের আরতি মুখোপাধ্যায়কে। নিজ নিজ দেশের সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁদের এই সম্মাননা দেওয়া হবে, জানিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক। তিনি আরও জানান, উৎসবে দুই দেশের বিভিন্ন ঘরানার স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লাইসা আহমেদ লিজা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার প্রমুখ। ভারত থেকে শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে। প্রথম দুই দিন উৎসব শুরু হবে বিকাল ৫টায় চলবে রাত ১১টা পর্যন্ত। তবে শেষ দিনের আয়োজন হবে বড়। দুপুর ১২টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

 

সর্বশেষ খবর