শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোট উৎসবে তারকা কথন

তরুণরা দেশটাকে নেতৃত্ব দেবে ঐশী, গায়িকা

তরুণরা দেশটাকে নেতৃত্ব দেবে ঐশী, গায়িকা

কাকে ভোট দেব, সেই বিবেচনাবোধ আসেনি আমার মধ্যে এখনো। যে বছর আমার ১৮ বছর হলো, খুবই এক্সাইটেড ছিলাম, আমি ভোট দিতে পারব। কিন্তু এরপর কয়েক বছর কেটে গেল, নির্বাচনের দেখা পেলাম না। এক্সাইটমেন্টটা কেটে গেল। এবার নির্বাচনের ডামাডোলে আবার সেই এক্সাইটমেন্টটা ফিরে এসেছে। আমি মহাখালীতে থাকি, ভোট কেন্দ্র সম্ভবত তেজগাঁও এলাকায়। আমি আসলে তরুণ প্রার্থীর পক্ষে। আমার মনে হয়, ইয়াংরা দারুণভাবে দেশটাকে নেতৃত্ব দিতে পারবে। তবে সাদা চোখে দেখলে আমি দেখব আমার দেশের উন্নতি। ভোট দেওয়ার আগে প্রার্থীদের অতীত ও ভবিষ্যৎ মেলাব, কার শাসনামল কেমন ছিল। আমার ভোটটা যেন কাজে লাগে তা মাথায় রাখব। এবার নির্বাচনে ‘শান্তি চাই’ শিরোনামে একটি জিঙ্গেল করলাম। টিভিতে খুব প্রচারিত হচ্ছে এটি। গানটি কোনো দলকে ভিত্তি করে নয়। সেখানে বলা হচ্ছে, ‘শান্তি জিতলে জিতবে দেশ।’ এটা কিন্তু দারুণ মেসেজ। জাতীয় নির্বাচনে আমার এই কন্ট্রিবিউশনের জন্যও বেশ ভালো লাগছে।

সর্বশেষ খবর