রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শঙ্কামুক্ত নন কাঙালিনী সুফিয়া

শোবিজ প্রতিবেদক

শঙ্কামুক্ত নন কাঙালিনী সুফিয়া

লোকগানের জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়াকে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঙালিনীর মেয়ে পুষ্প জানান, ৪ ডিসেম্বর রাত ৮টার দিকে তাঁর ব্রেন স্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে উন্নত ব্যবস্থা না থাকায় রাত ৩টার দিকে কাঙালিনীকে নিয়ে যাওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। তিন দিন ধরে সেখানেই চলছে তাঁর চিকিৎসা। শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। টুকটাক কথা বলছেন। তবে পরিচিতজনদের এখনো চিনতে পারছেন না। আরও বেশ কয়েক দিন তাঁকে হাসপাতালেই থাকতে হবে। কিন্তু চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই তাঁর পরিবারের। পুষ্প বলেন, ‘হাতে যা ছিল তার সবই এ কয় দিনে খরচ হয়ে গেছে। মাকে পুরোপুরি সারিয়ে তোলার জন্য আরও অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সাহায্য কামনা করছি।’

বর্তমানে কাঙালিনী সুফিয়া ডা. মোমেনুজ্জামান খানের তত্ত্বাবধানে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে সম্প্রতি একটি পরীক্ষায় তার হৃদযন্ত্রের কার্যক্রম কিছুটা অস্বাভাবিক মনে হওয়ায় এখনই কাঙালিনীকে শঙ্কামুক্ত বলতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসক ডা. মোমেনুজ্জামান খান বলেন, ‘তার ব্রেইন স্ট্রোক হয়েছিল। তবে সেটা আমরা সামলে উঠতে পেরেছি। তিনি সম্পূর্ণভাবে সচেতন আছেন। বর্তমানে তাকে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। তবে সর্বশেষ একটি রিপোর্টে কার্ডিয়াকে কিছুটা জটিলতা ধরা পড়ায় আমরা তাকে এখনো আশঙ্কামুক্ত বলতে পারছি না।’

সর্বশেষ খবর