রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টেলিভিশন সংকট নিয়ে ৬ সংগঠনের উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

টেলিভিশন সংকট নিয়ে ৬ সংগঠনের উদ্যোগ

গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে টেলিভিশন সংশ্লিষ্ট ৬টি সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেগুলো হলো- টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টেলিভিশন মিডিয়া মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের ও জোটসমূহের কাছে বাংলার সংস্কৃতি বিকাশের লক্ষ্যে, টেলিভিশন নাট্যশিল্পের প্রতিনিধিরা কিছু নির্দেশনা পেশ করেন এই সংবাদ সম্মেলনে। সম্মেলনে ৪টি সংগঠনের সভাপতি মামুনুর রশীদ, সালাউদ্দিন লাভলু, মাসুম রেজা ও শহিদুল আলম সাচ্চুছাড়াও উপস্থিত ছিলেন নিয়াজ মাহবুব, মিলন, আহসান হাবিব নাসিম, এজাজ মুন্না, লুৎফর রহমান জর্জ, কচি খন্দকার, তুহিন হোসেন, বদরুল আনাম সৌদ, পিকলু চৌধুরী, সনি রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে তারা ৫টি নীতিমালা ও প্রস্তাবনা পেশ করেন। সেগুলো হলো- সরকারিভাবে টেলিভিশন নাটককে শিল্প  হিসেবে ঘোষণা, সংগঠনগুলোর পেশকৃত সুপারিশমালা তথ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন এবং সম্প্রচার নীতিমালা বাস্তবায়নে সংগঠনগুলোকে সম্পৃক্ত করা, অতিসত্বর পে-চ্যানেল বাস্তবায়ন, টিআরপি পদ্ধতিকে গ্রহণযোগ্য ও বিজ্ঞানসম্মত করা ও চ্যানেলগুলোর কাছে প্রযোজকদের যে অর্থ বকেয়া আছে তা সরকারের মধ্যস্থতায় পরিশোধের ব্যবস্থা করা।

সর্বশেষ খবর