রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৬৪ জেলায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শুরু হয়েছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’। ৭০টি সিনেমা নিয়ে দেশের ৬৪ জেলায় এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়ন এবং সুষ্ঠু ও নির্মল চলচ্চিত্র আন্দোলনের অংশ হিসেবেই শিল্পকলার এই আয়োজন বলে জানা যায়। এই আয়োজনটি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে ৪৮টি স্বল্পদৈর্ঘ্য এবং ২২টি প্রামাণ্যচিত্রসহ ৭০টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উদ্বোধনী দিনে প্রদর্শন করা হয় মাহমুদ হাসান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’। অভিনয়ে ফারিয়া আফরিন রুপু, শরিফুল ইসলাম সেলিম প্রমুখ।

সর্বশেষ খবর