বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জয়াকে লালগালিচা সংবর্ধনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

জয়াকে লালগালিচা  সংবর্ধনা

৩১ ফুট লম্বা হামার এইচ-টু লিমোজিনে করে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে নামলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যুক্তরাষ্ট্রে তার আগমন উপলক্ষে ১৪ ডিসেম্বর ‘দেবী’ ছবির বিশেষ একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জয়া আহসানকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে দেবী ছবির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান বায়েস্কোপ ফিল্মসের সিইও ডা. রাজ হামীদ ও নওশাবা রশীদ রুবনা। সেখানে দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করেন জয়া, তাদের সঙ্গে আড্ডা দেন এবং ছবি তোলেন। এরপর তিনি লং আইল্যান্ড সিটির একটি ফাইভ স্টার ব্যাংকুয়েট হলে রেড কার্পেট সংবর্ধনায় যোগ দেন। সেখানে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। এভাবেই ‘দেবী’ ছবির সাফল্যের সেলিব্রেশন হলো নিউইয়র্কে। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে ছবিটি প্রদর্শিত হয়েছে। শুধুমাত্র নিউইয়র্কেই ছবিটির ৭৯টি শো হয়েছে। জয়া যখন রেড কার্পেটে পা রাখলেন তখন অনুপম রায়ের দুমুঠো বিকেল’ গানটি বেজে উঠল। দুই পাশে আমন্ত্রিত অতিথিদের অভিনন্দন আর শুভেচ্ছার জবাব দিতে দিতে সংবর্ধনা মঞ্চে আসন নেন জয়া। জয়া বলেন, বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। বিদেশেও বাংলা ছবির দর্শক সৃষ্টি হচ্ছে চলচ্চিত্রের জন্য এটি বিরাট ইতিবাচক দিক।

সর্বশেষ খবর