রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিরোনামহীনের গানে তুহিনের নিষেধাজ্ঞা

শোবিজ প্রতিবেদক

শিরোনামহীনের গানে তুহিনের নিষেধাজ্ঞা

‘শিরোনামহীন’ ছেড়ে যাওয়ার পরও এ ব্যান্ডের গান তানজির তুহিনের পরিবেশনকে ‘বেআইনি’ বলে জানিয়েছে কপিরাইট বোর্ড। কপিরাইট অফিসে ‘শিরোনামহীন’র এক অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বোর্ড এ আদেশ দিয়েছে। ২০১৭ সালের অক্টোবরে শিরোনামহীন ছেড়ে যান ব্যান্ডের তুহিন। এরপর তিনি ‘আভাস’ নামে একটি ব্যান্ড গঠন করেন। ‘আভাস’ গড়লেও তিনি

াশরোনামহীনের জনপ্রিয় গানগুলোকে মঞ্চে পরিবেশন করতে থাকেন। এ কারণে কপিরাইট অফিসে অভিযোগ করে শিরোনামহীন। তারপর এ আদেশ এলো।

জানা যায়, বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা) উভয় পক্ষকে ডাকে। তখন তুহিন কিছু অভিযোগ তোলেন। যদিও বিষয়টি সুরাহার দিকে অগ্রসর হচ্ছিল। তবে এই প্রক্রিয়ার এক পর্যায়ে তুহিনের অনুপস্থিতি নিষ্পত্তি কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। অবশ্য লিখিত কোনো অনুমতি উপস্থাপন না করে তুহিন দাবি করেন, অন্যান্য সাবেক সদস্যের অনুমতি নিয়ে এসব গান তিনি পরিবেশন করছিলেন। এ বিষয়টিও সত্য নয় বলে জানায় শিরোনামহীন ব্যান্ড দল। কপিরাইট বোর্ডের আদেশে বলা হয়, তানজির তুহিন কোনো লিখিত অনুমতিপত্র পেশ না করে অন্য সাবেক সদস্যের কথা ও সুরের দাবি তুলে সেসব গানের পাশাপাশি বর্তমান সদস্যদের কথা ও সুরের জনপ্রিয় গানগুলোই পরিবেশন করছিলেন। কপিরাইট আইন অনুযায়ী গানের কপিরাইট মালিকানা গীতিকার এবং সুরকারের। কণ্ঠশিল্পী এবং বাদ্যযন্ত্রশিল্পীরা ‘রিলেটেড রাইট’ ভোগ করেন। কপিরাইটের মালিক গান কে বা কারা পরিবেশন করবেন কিংবা পরিবর্তন, পরিবর্ধন করা যায় কি-না, তা নির্ধারণ করার অধিকার রাখেন। রিলেটেড রাইটভোগী কেউ সেটা রাখেন না। তুহিন বলেন, ‘ভোকালদের তাহলে অবস্থান কী? ব্যান্ড থেকে বের হলে ব্যান্ডে তার অবদানটার কোনো মূল্য নেই? সবই কি গীতিকার আর সুরকারের? সেটা জানা দরকার।’

 

সর্বশেষ খবর