মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চলে গেলেন দ্বীজেন মুখোপাধ্যায়

দীপক দেবনাথ, কলকাতা

চলে গেলেন দ্বীজেন মুখোপাধ্যায়

প্রয়াত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও বাংলাদেশ সরকারের তরফে দেওয়া বঙ্গবন্ধু সম্মাননা প্রাপক দ্বিজেন মুখোপাধ্যায় (৯১)। সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে কলকাতার সল্টলেকে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে কয়েক মাস আগেই কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছিল এই সংগীতশিল্পীর। পরে সুস্থ হয়ে বাড়িও ফিরে যান তিনি। ১৯২৭ সালের ১২ নভেম্বর কলকাতায় জন্ম গ্রহণ করেন রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের অত্যন্ত জনপ্রিয় এই শিল্পী। ১৯৪৪ সালে প্রফেশনাল সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ। ১৯৪৫ সালে প্রথম গান রেকর্ড করেন তিনি। গায়ক, সুরকার হিসেবে দীর্ঘ ছয়শতক ধরে সংগীতের সঙ্গে যুক্ত  ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। প্রায় ১৫০০-এর বেশি বাংলা গান রেকর্ড করেছিলেন তিনি।

সর্বশেষ খবর