শিরোনাম
বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সমঝোতা চুক্তির মাধ্যমে শুটিং শুরু

শোবিজ প্রতিবেদক

সমঝোতা চুক্তির মাধ্যমে শুটিং শুরু

সম্প্রতি টেলিভিশনের ছয়টি সংগঠন একটি উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করেছে। টেলিভিশন নাটক নির্মাণে চুক্তিপত্র স্বাক্ষর করে শুটিং করতে হবে। যেটি ইতিমধ্যে কার্যকর হয়। জানা যায়, উত্তরার শুটিং হাউসে দুটি নাটকের শুটিং হয় চুক্তিপত্রে স্বাক্ষর করে। দুটি নাটকের নির্মাতা হচ্ছেন শিহাব শাহীন এবং মিজানুর রহমান আরিয়ান।  অভিনয় শিল্পীর মধ্যে তাহসান, নাদিয়া ও ইন্তেখাব দিনার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিপত্রে স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, সহ-সভাপতি বদরুল আলম সৌদ ও সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ও টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না। এছাড়া ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, টেলিভিশন মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন ও শুটিং হাউস অ্যাসোসিয়েশনের নেতারা সে সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন বলেন, ‘এটির উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু তখন বিভিন্ন কারণে সেটার বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু এবার আমরা আটঘাট বেঁধেই নেমেছি। সব রকমের উদ্যোগ নিয়েছি। চুক্তিপত্রে স্বাক্ষর না করে নির্মাণ করা যাবে না।’

সর্বশেষ খবর