মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন বছরে সরব টিভি অঙ্গন

পান্থ আফজাল

নতুন বছরে সরব টিভি অঙ্গন

নির্বাচনী ব্যস্ততা এবং নতুন বছরের আয়োজন কাটিয়ে অভিনয়শিল্পী, নির্মাতা, নাট্যকারসহ টিভি মিডিয়ার বিভিন্ন সেক্টরের কলাকুশলীরা শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজধানীর উত্তরা, প্রিয়াংকা শুটিং স্পট, গাজীপুরের পূবাইলের শুটিং হাউসসহ ঢাকার বাইরে কক্সবাজার, সিলেটে হচ্ছে একক ও ধারাবাহিক নাটকগুলোর শুটিং। বছরের প্রথম সপ্তাহে কাজের চাপ কম থাকলেও পরবর্তী সময়ে পুরো মাসের সিডিউল দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

নতুন বছরে নাটকপাড়ায় ব্যস্ততা ফিরে এসেছে। ঢাকার বিভিন্ন শুটিং হাউস ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বছরের প্রথম দিন থেকেই শুটিং শুরু হয়। নির্বাচনের কারণে স্থবির নাটকপাড়ায় চোখে পড়েছে আগের সেই প্রাণচঞ্চলতা। যদিও ছোট পর্দার তারকাসহ বিভিন্ন অঙ্গনের তারকারা নির্বাচনী প্রচারণায় কিছুদিন ছিলেন ব্যস্ত। যার দরুন পুরো শোবিজ জগৎ ছিল স্থবির। তবে এবার নির্বাচনী ব্যস্ততা এবং নতুন বছরের আয়োজন কাটিয়ে অভিনয়শিল্পী, নির্মাতা, নাট্যকারসহ টিভি মিডিয়ার বিভিন্ন সেক্টরের কলাকুশলীরা শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজধানীর উত্তরা, প্রিয়াংকা শুটিং স্পট, গাজীপুরের পূবাইলের শুটিং হাউসসহ ঢাকার বাইরে কক্সবাজার, সিলেটে হচ্ছে একক ও ধারাবাহিক নাটকগুলোর শুটিং। বছরের প্রথম সপ্তাহে কাজের চাপ কম থাকলেও পরবর্তী সময়ে পুরো মাসের সিডিউল দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে বছরের দ্বিতীয় দিন থেকে টেলিভিশনের ছয়টি সংগঠনের উদ্যোগে চুক্তিপত্র স্বাক্ষর করে শুরু হয় টেলিভিশন নাটক নির্মাণ। সেদিন উত্তরার শুটিং হাউসে দুটি নাটকের শুটিং হয় চুক্তিপত্র স্বাক্ষর করে। দুটি নাটকের নির্মাতা হচ্ছেন যথাক্রমে শিহাব শাহীন এবং মিজানুর রহমান আরিয়ান। সেদিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন তাহসান খান, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনারসহ অনেকেই। সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন বিষয়টি নিশ্চিতও করেন। জানা যায়, এই উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু বাস্তবায়িত হয়নি। এবার খুব ঘটা করেই তার বাস্তবায়িত হলো। কয়েকটি শুটিং হাউসের দায়িত্বরত লোকের সঙ্গে কথা বলে জানা যায়, ২ জানুয়ারি থেকেই পুরোদস্তুর চলছে নাটকের শুটিংয়ের কাজ। এরমধ্যে অন্যতম অভিনেতা আফরান নিশো বেশকিছু একক নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এ মাসের জন্য নিজের শুটিং সিডিউলটা ঠিক করে ফেলেছেন। প্রথম দিনই নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে তিনি চশমা পরিহিত বয়স্ক অবয়বের শুটিং ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এদিকে গত ৩ জানুয়ারি একটি ওয়েব সিরিজের শুটিং করেন জাকিয়া বারী মম। নতুন বছরে একটি নতুন নাটকে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। এক বছর আগে ‘পাগলা হাওয়া’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন চাঁদনী। আগামী মাস থেকে ফের ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাবে তাকে। হিরনের পরিচালনায় ‘টিপু সুলতান’ নামের এ ধারাবাহিকটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে ‘সেতুবন্ধন’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করছেন নতুন বছরে। রচনায় আহমেদ ইউসুফ সাবের ও পরিচালনায় বাবু সিদ্দিকী। এদিকে তরুণ নির্মাতা তপু খান নতুন বছরে উত্তরার একটি শুটিং হাউসে ইরফার সাজ্জাদ ও তানজিন তিশাকে নিয়ে ‘প্রেমহীন প্রেমিকা’ নাটকের শুটিং করেছেন। তপু ‘সময়ের গল্প’র শুটিং নিয়েও ব্যস্ত। উত্তরায় সামিনা বাসারকে নিয়ে নির্মাতা বি ইউ শুটিং করেছেন ‘প্রেম ও পরীর গল্প’। এতে সামিনার বিপরীতে অভিনয় করেছেন এস এন জনি। এদিকে নতুন বছরকে ঘিরে ডিভাইন মাল্টিমিডিয়া প্রযোজিত ড্রিমার্স ক্রিয়েশনের তত্ত্বাবধানে ১৫টি একক নাটকের শুটিং কক্সবাজারে চলছে। নির্মাতা সাখাওয়াত মানিকের তত্ত্বাবধানে এসব নাটকে অভিনয় করছেন নিলয় আলমগীর, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, শবনম ফারিয়া, মিথিলা, এস.এন. জনি, জাহারা মিতু, রাজ প্রমুখ। এদিকে মালয়েশিয়ায় একটি ছয় পর্বের ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচালনা করেছেন শামীম জামান। মোশাররফ করিম ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন শামীম জামান, নাবিলা ইসলাম, ফারুক আহমেদ প্রমুখ।

নতুন বছরে শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতা আবু হায়াৎ মাহমুদ, মাহমুদ দিদার, অনন্য ইমন, এল আর সোহেল, দীপু হাজরা, মাবরুর বান্নাহ, ইমরুল রাফাত, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, সকাল আহমেদ, রুম্মান রনি, আকাশ রঞ্জন, সহিদ উন নবী, নিয়াজ মাহমুদ চন্দ্রদ্বীপসহ অনেক নির্মাতা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কারণে কাজ বন্ধ থাকলেও চলতি সপ্তাহে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় শুরু করছেন জাহিদ হাসান। চঞ্চল চৌধুরী প্রচার চলতি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’ এবং সাগর জাহানের ‘টি-টোয়েন্টি’ ধারাবাহিকের মাধ্যমে নতুন বছরের কাজ শুরু করছেন। চ্যানেল আইয়ে ‘প্রিয় দিন প্রিয় রাত’ ধারাবাহিক নাটকের শুটিং দিয়ে কাজে ফিরবেন এ অভিনেতা।

এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, অপূর্ব, সজল, সারিকা, প্রভা, জোভান, অর্পণা, ঊর্মিলা, বিজরী, দীপা খন্দকার, শখ, রানী আহাদ, মাহা সিকদার, অহনা, আ খ ম হাসান, স্নিগ্ধা মোমিনসহ আরও কিছু অভিনয়শিল্পীও ব্যস্ত হয়ে উঠেছেন নতুন বছরের শুটিং নিয়ে। আর নবীন-প্রবীণ নির্মাতারা নাটক- টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত থাকবেন এ বছর। এদিকে দীপ্ত টিভিতে নতুন বছরে শুরু হচ্ছে তিনটি ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’, ‘খলনায়ক’ ও ‘মান অভিমান’। সব মিলিয়ে নতুন বছরে দর্শকরা নতুন কিছু দেখবেন বলে প্রত্যাশা নির্মাতা, অভিনয়শিল্পীসহ টিভি নাট্যাঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর