বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল

শোবিজ প্রতিবেদক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৯’। নয় দিনব্যাপী উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। উৎসবে দেখানো হবে এমন চলচ্চিত্রগুলোর বিষয়ে সেন্সর বোর্ডের অনুমোদনও  নেওয়া হয়েছে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। গত ২৭ বছর ধরে  রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।  রেইনবো চলচ্চিত্র সংসদ থেকে জানানো হয়, এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ,  রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭২টি দেশের  মোট ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলাকালে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ এবং অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। প্রতিবারের মতো এবারও উৎসবে ১১ ও ১২ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম  মেকারস কনফারেন্স’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারা বিশ্বেই নারীদের অবস্থান পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটছে। বিচারক হিসেবে বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং নির্মাতা ও প্রযোজক রুবাইয়াত হোসেন।

সর্বশেষ খবর