শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ঊর্ণাজাল’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

সমীর দত্তের প্রদর্শনী

শিল্পী সমীর দত্তের শিল্পকর্ম নিয়ে আজ মোহাম্মদপুরের ইকবাল রোডের কলাকেন্দ্র আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে একক প্রদর্শনী। ৩০ জানুয়ারি শেষ হবে বিশ দিনের এই প্রদর্শনী।

 

নাটক

কলকাতায় ‘ঊর্ণাজাল’

এ দেশের অন্যতম নাট্য সংগঠন বাতিঘর নাট্যদল কলকাতার হাবড়া নাট্যোৎসবে ‘ঊর্ণাজাল’ মঞ্চস্থ করবে। রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। ৮ দিনব্যাপী কলকাতার হাবড়া নাট্যোৎসব শুরু হবে আগামী ৬ জানুয়ারি থেকে। শেষ হবে ১৩ জানুয়ারি। ‘ঊর্ণাজাল’ নাটকটি হাবড়ার দেশবন্ধু পার্কে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ করবে বাতিঘর।

ভারত যাচ্ছে জলকুমারী

সম্প্রতি ভারতের হুগলি জেলার সহজপাঠ থিয়েটারের সঙ্গে যৌথ নাটক করার পরিকল্পনা করেছে  মেঠোপথ থিয়েটার (বাংলাদেশ)। আগামী ১৪ জানুয়ারি হুগলিতে এর উদ্বোধনী শো হবে। বিভিন্ন জায়গায় ‘জলকুমারী’ নাটকের প্রদর্শনী হবে। রচনা এবং নির্দেশনায় বাংলাদেশের নির্দেশক দেবাশীষ ঘোষ।

১৪ জানুয়ারি ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’

১৪ জানুয়ারি সোমবার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে বাংলাদেশ থিয়েটার প্রযোজিত নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’।

নাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ। 

অন্যান্য

আমজাদ হোসেনের স্মরণসভা

আজ বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে সদ্য প্রয়াত আমজাদ হোসেনের স্মরণসভা। এতে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

 

২৫ বছরে সৃষ্টি কালচারাল সেন্টার

বাংলাদেশের স্বনামধন্য সাংস্কৃতিক কেন্দ্র সৃষ্টি কালচারাল সেন্টার এ বছর ২৫ বছরে পদার্পণ করেছে।

সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সৃষ্টি কালচারাল সেন্টার। এরই অংশ হিসেবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে নন্দিত নৃত্যগুরু আনিসুল ইসলাম হিরুর তত্ত্বাবধানে প্রান্তিক দেব’র একক ‘ভরতনাট্যম’ পরিবেশনার আয়োজন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর