সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘মাসুদ রানা’ চরিত্রে রোশান

আলাউদ্দীন মাজিদ

‘মাসুদ রানা’ চরিত্রে রোশান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ‘মাসুদ রানা’-কে খুঁজে পাওয়া গেল। তিনি আর কেউ নন, জাজ মাল্টিমিডিয়ার আগের আবিষ্কার রোশান। দীর্ঘদিন ধরে মাসুদ রানা চরিত্রটির জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল। এই উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও তাদের একটি পার্টনার হাউস ট্যালেন্ট হান্টের আয়োজনও করেছিল। অনেক জল গড়ালেও পাওয়া গেল না কাক্সিক্ষত সেই ‘মাসুদ রানা’কে। অবশেষে জাজ মাল্টিমিডিয়ার দৃষ্টি গিয়ে ঠেকল তাদেরই আগের সৃষ্টি অভিনেতা ‘রোশান’-এর ওপর। ছেলেটির উচ্চতা, বাচনভঙ্গি, হাঁটাচলা সব কিছুতেই কেমন জানি মাসুদ রানার ছায়া রয়েছে। যেমন ভাবনা তেমন কাজ। জাজ ত্বরিত সিদ্ধান্ত নিয়ে ফেলল রোশানই হবেন মাসুদ রানা। জাজ মাল্টিমিডিয়ার একটি বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানার পর তা নিশ্চিত করতে  সংস্থাটির চেয়ারম্যান আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করলে তিনি বরাবরের মতো বিষয়টি চমক রাখতে চান জানিয়ে বলেন, সব কিছুই সময়মতো জানানো হবে। তার কথার ধরন আর কথার মারপ্যাঁচে আঁচ পাওয়া গেছে ঘটনা সত্যি, মানে রোশানই হচ্ছেন ‘মাসুদ রানা’। আবদুল আজিজ শুধু জানান, এই ছবির নায়িকা হবেন বলিউডের প্রখ্যাত কোনো অভিনেত্রী। তার নামও চমক হিসেবে রাখলেন তিনি। তার কথায়, ‘আমি আর ছবির নির্বাহী প্রযোজক অমিতাভ রেজা মিলে এই ছবির পরিচালনার দায়িত্ব দিয়েছি হলিউডের চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশি বংশো™ভূত আসিফ আকবরকে। বাংলা ও ইংরেজি এই দুই ভাষায় ছবিটির শুটের পর বিভিন্ন ভাষায় সাবটাইটেল করে আন্তর্জাতিক বাজারের জন্য নির্মিত এই ছবিটি বিশ্বে মুক্তি দেওয়া হবে। ছবির ডিওপি এবং ফাইট ডাইরেক্টর আনা হচ্ছে হলিউড থেকে। ৫০ কোটি টাকা বাজেটে নির্মিতব্য ‘মাসুদ রানা’ ছবির মহরত ও শুটিং শুরু হবে এপ্রিল মাসে। শুরুতেই দেশের পার্বত্য অঞ্চল ও কাপ্তাই হ্রদে এর দৃশ্য ধারণ এবং পরে চীন ও থাইল্যান্ডে শুটিং চলবে। এ নিয়ে রোশানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্যের হাসি হেসে বিষয়টি কৌশলে এড়িয়ে যান। তার এই কৌশলী হওয়া সত্ত্¡েও জাজের সেই বিশ্বস্ত সূত্রটি নিশ্চিত করে বলেছে- রোশানই হচ্ছেন আমাদের মাসুদ রানা।

সর্বশেষ খবর