Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ জানুয়ারি, ২০১৯ ২২:৫৬

‘বদলা’ নিতে ফিরছেন তাপসী

শোবিজ ডেস্ক

‘বদলা’ নিতে ফিরছেন তাপসী

বাঙালি পরিচালকের হাত ধরে আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন অমিতাভ এবং শাহরুখ। শুধু তাই নয়, দ্বিতীয় বারের জন্য জুটি বাঁধছেন তাপসী পান্নু এবং অমিতাভ বচ্চন। বিগ বি এবং বাদশাহের জুটি মানেই সেই ছবি নিয়ে আগ্রহের অন্ত নেই দর্শকদের। তাই গত কয়কমাস ধরে ‘বদলা’ নিয়ে কম আলোচনা করেননি অনুরাগীরা। সেই জল্পনার মাঝেই সামনে এলো ছবির ফার্স্ট লুক। ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গাম’ ছবিতে একসঙ্গে স্ক্রিন  শেয়ার করেছিলেন অমিতাভ এবং শাহরুখ। জুটির জাদুতে একের পর এক ছবি বক্স অফিস বাজিমাত করেছে। আবারও জুটি বেঁধেছেন বিগ বি এবং কিং খান। সুজয় ঘোষের আগামী ছবি ‘বদলা’য় দেখা যাবে অমিতাভ বচ্চনকে।  সেখানে রয়েছেন শাহরুখও। তবে এবার স্ক্রিন শেয়ার করছেন না অমিতাভ এবং শাহরুখ। ওই ছবির প্রযোজকের ভূমিকায় কিং খান। স্প্যানিশ থ্রিলার ‘কন্ট্রাটিয়েম্পো’-এর রিমেক ‘বদলা’। একটি খুনের রহস্যের কিনারার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘বদলা’। ছবির অধিকাংশ শুটিংই হয়েছে স্কটল্যান্ডে। ওই ছবিতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বিগ বি-কে।

 


আপনার মন্তব্য