সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ উদযাপন

শোবিজ প্রতিবেদক

শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ উদযাপন

চীনাদের জন্য চীনা নববর্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। ৪ হাজার বছরের প্রাচীন এ উৎসবটি বসন্ত উৎসব নামেও পরিচিত। ১৭ জানুয়ারি ছিল চীনের নববর্ষ। চীনা সংস্কৃতির প্রকাশ হিসেবে চীনা নববর্ষ বিশ্বব্যাপী একটি আলাদা মঞ্চে পরিণত হয়েছে। প্রতিবছর বিশ্বের ১৩০টি দেশের ৪০০ শহরে এই উৎসব পালিত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে চীনা নববর্ষ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এর আয়োজন করেছে বাংলাদেশে চীনের দূতাবাসসহ চীনের ইউনান প্রদেশের সংস্কৃতি এবং পর্যটন বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্র।

সর্বশেষ খবর