শিরোনাম
বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
৭৭তম জন্মদিনে শ্রদ্ধা

চিরদিনের নায়করাজ

আলাউদ্দীন মাজিদ

চিরদিনের নায়করাজ

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাকের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকপুরে জন্মগ্রহণ করেন তিনি। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় এবং ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। ২০১৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় তাকে। এদিকে, নায়করাজের পরিবার ক্ষোভ জানিয়ে বলেন, এই কীর্তিমান ব্যক্তিত্বের মৃত্যুর এক বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত চলচ্চিত্র জগৎ এবং রাষ্ট্র তার স্মৃতির প্রতি কোনো সম্মান প্রদর্শন করেনি। যা দুঃখজনক। অভিনেত্রী সুচন্দা বলেন, এদেশে নায়করাজের উচ্চতায় কোনো শিল্পী পৌঁছতে পারেননি। তাকে মূল্যায়ন না করা হতাশাজনক। শীর্ষনায়ক শাকিব খান বলেন, আমরা গুণীজনদের প্রাপ্য মর্যাদা দিতে কার্পণ্য করি কেন বুঝি না। পার্শ্ববর্তী কলকাতায় মহানায়ক উত্তম কুমারের নামে রেলস্টেশন, সড়ক নির্মাণসহ তার ম্যুরাল স্থাপন করা হয়েছে। বিশ্বের আরও প্রখ্যাত প্রয়াত চলচ্চিত্রকারদের স্মরণীয় করে রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। নায়করাজের পুত্র সম্রাট বলেন, দেশে জাতীয় অধ্যাপক, চিকিৎসকসহ প্রায় সব সেক্টরেই নানা ব্যক্তিত্বকে জাতীয় স্বীকৃতি প্রদান করা হয়েছে। চলচ্চিত্রে কেন থাকবে না। সম্রাট বলেন, পরিবারের পক্ষ থেকে নায়করাজ রাজ্জাক ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই সংগঠন থেকে অসহায় মানুষের সহায়তা করা হবে। জন্মদিনে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে নায়করাজ স্মরণে আজ চ্যানেল আইয়ে বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে রাজাধিরাজ প্রামাণ্যচিত্রটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর